Author: মুসহীন আবদুল্লাহ

স্যাক্রিফাইস

সূর্য পশ্চিমে হেলে পড়েছে। হলুদ ভাব কেটে গিয়ে ধীরে ধীরে লাল আভা ফিরে আসছে সূর্যটায়। দীঘির বাঁধানো ঘাটে একা একা বসে আছে অপু। ওর চোখ ছলছল করছে। ইটের টুকরো গুলো কিছুক্ষণ পরপর ছুড়ে দিচ্ছে দীঘির নীল পানিতে। দুলে উঠছে কচুরিপানাগুলো। ছোট ছোট ঢেউ গিয়ে শেষ হচ্ছে পাড়ে ধাক্কা খেয়ে। একটা ঢেউ শেষ হলে আরেকটা ঢিল ছুড়ছে অপু। এক ঘণ্টারও বেশি হলো অপু এখানে চুপচাপ বসে আছে। চোখের নিচে শুকিয়ে যাওয়া অশ্রু দাগ রেখে গেছে। কিছুক্ষণ পরপর ফুলে ফুলে উঠছে ঠোঁট, ওঠানামা করছে বুক…