Author: মাইক গ্রাভেল

মার্কিন সামরিক খাতে ব্যয় কত?

বলা নিষ্প্রয়োজন, ইরাক যুদ্ধ আর আমাদের সাম্রাজ্যবাদী বৈশ্বিক নেতৃত্বের আবর্তে আজ আমরা যে ঘোঁট পাকিয়েছি তার তুলনায় এমনকি ভিয়েতনাম যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে আমাদের সামরিক শিল্প কমপ্লেক্স ও সামরিক ব্যয়ের চিত্রটাকে নেহাতই ম্লান মনে হবে। সেই সময়ে যে সমাধানের ব্যাপারে আশাবাদী ছিলাম, সচেতনভাবে আজও আমি সেটির পুনরুল্লেখ করছি…