Author: কাজল ঘোষ

ইতিহাসের প্রয়োজনে বই লিখেছি — শারমিন আহমদ

sharmin ahmad

দীর্ঘ তিন দশকের বেশি সময় যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন ইতিহাসের সত্যানুসন্ধানে চষেছেন ঘটনার পেছনের ঘটনা। তার বইটি নিয়ে ফেসবুক, ট্যুইটার, ব্লগে নানা আলোচনা। বলা হচ্ছে, শারমিন আহমদের স্বামী মিশরের সন্ত্রাসী সংগঠন মুসলিম ব্রাদারহুডের সদস্য, ইকনার দেয়া অর্থে তিনি বাংলাদেশে তথাকথিত ইসলামী সন্ত্রাসী সংগঠনকে মদত দিতেই এই বই প্রকাশ করেছেন…