Author: গৌতম চক্রবর্তী

এভারেস্টে যানজট

যে রাস্তায় বড়জোর দশ-বারো জন যাতায়াত করতে পারেন, সেখানে ফুলেফেঁপে, গায়ে গায়ে সেঁটে থাকবে পাঁচ-সাতশো জনের ভিড়। দড়ি ধরে ঝুলতে ঝুলতেও উল্টো দিকের লোকগুলিকে নেমে আসার রাস্তা করে দিতে হবে। ভোর চারটেয় যে জায়গা পেরোতে আধ ঘন্টা লাগার কথা, সেখানে ঠেসাঠেসি করে ঘন্টা দুয়েক ঠায় দাঁড়িয়ে থাকা। অক্সিজেনের অভাব, শ্বাসকষ্টও বিচিত্র নয়…