Author: ফারুক মঈনউদ্দীন

অনুবাদের শুদ্ধাশুদ্ধ

faruq mainuddin

নীলক্ষেতের পুরনো বইয়ের দোকানগুলোতে সত্তর দশকের শেষভাগে অত্যন্ত দুষ্প্রাপ্য সব বইপত্র পাওয়া যেত। বাংলা এবং ইংরেজি ভাষার সেসব বই গ্রন্থপ্রেমীদের তৃষ্ণা মেটানোর পাশাপাশি সংগ্রহকেও সমৃদ্ধ করত। আজকাল সেসব ঝুপড়ি দোকানের অস্তিত্ব নেই, সে রকম পুরনো বইও বোধকরি আর পাওয়া যায় না। সে সময় একটি বই হাতে এসেছিল জন স্টাইনবেকের দ্য লং ভ্যালি। বারোটি গল্পের এই সংকলনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৩৮ সালে। বইটির গল্পগুলো পড়ে…