Author: আর্তুর র‌্যাঁবো

ফরাসি কবি আর্তুর র‌্যাঁবো’র দু’টি কবিতা

যখন রক্তমুখো মেশিনগানেরা ধ্বনি তোলে
প্রসারিত দিবসের আদিগন্ত, অবারিত বুকে;
যখন সৈনিক দল কর্তব্য শেষে যায় চলে
সিংহাসনে উপবিষ্ট রাজায় কুর্ণিশরাশি ঠুকে,
এবং, যখন ছোটে জনতার উল্লসিত ভিড়,
হাজার হাজার লোক গড়ে তোলে ধুম্র পাহাড়-
আহা, কী আহম্মক! ম’রে ভূত! গ্রীষ্মঘাস নীড়,
প্রকৃতি বুকেই পাতে শেষ শয্যা! হাসি নেই আর।
সুবর্ণবলয় ঘেরা, সদা হাস্য, ‘ঈশ্বর’ নামের
আছেন একজন প্রভু। তিনি শুধু প্রার্থনা জপেন
আধো ঘুমে ঢুলু ঢুলু। বাতাসেরা সুগন্ধি সফেন।
মহা প্রভু ‘ঈশ্বর’ এর ঘোর কাটে সুখ-আরামের
মাত্র একটু ক্ষণ, শোকে আর্ত মায়েরা যখন
ফেলে তার দানবাক্সে ফুটোকড়ি, কেবলই তখন।